ফ্ল্যাট কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১০:১১
কর্মব্যস্ত দিনের শেষে মানুষ ফিরতে চায় আপন ঠিকানায়; যেখানে পাবে আরাম-আয়েশের সঙ্গে আধুনিক জীবনের নানা সুবিধা। ফ্ল্যাট কিনতে তাই প্রকৃতি ও পরিবেশের প্রতি গুরুত্ব দেওয়া খুবই জরুরি। স্থপতি নাজমুল হক নাঈমের সঙ্গে কথা বলে লিখেছেন আতিফ আতাউর।
ঠাস বুনটে ঠাসা এই নগরে সাধ আর সাধ্যের মধ্যে একটি আপন ঠিকানার খোঁজ পেতে চান প্রত্যেক নাগরিক। ছুটে বেড়ান বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের অফিসে। ঢাকাসহ প্রতিটি বড় শহরেই এখন কিনতে পাওয়া যায় নানা রকম ফ্ল্যাট। অবস্থান ও আয়তনভেদে দামও একেক রকম। ফ্ল্যাট কিনতে সবারই আগ্রহ প্রাকৃতিক পরিবেশের প্রতি; যেখানে এক পেয়ালা চা হাতে ঝুম বৃষ্টি উপভোগ করা যাবে, তেমনি দখিনা হাওয়া বুলিয়ে দেবে মিষ্টি পরশ। সকালে গাছের পাতার ফাঁকে রোদ এসে ঘুম ভাঙাবে প্রতিদিন। যেখানেই ফ্ল্যাট কিনুন, আগে সেই জায়গার পরিবেশের প্রতি নজর দিন।
- ট্যাগ:
- লাইফ
- করণীয়
- ফ্ল্যাট ক্রয়