সংস্কৃতি ধ্বংসের পাঁয়তারা ও বুদ্ধিজীবীদের ভূমিকা

www.ajkerpatrika.com কুদরত-ই-গুল প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১০:২৪

তুমুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রটি জন্ম নিল। মনে হলো নতুন এবং অসীম সম্ভাবনাময় দিগন্তের খিড়কির খিল খুলে গেল চকিতে। সবাই আশা করেছিল প্রায় ২০০ বছরের ব্রিটিশ উপনিবেশের বেড়াজাল ভেঙে গেল। কিন্তু জন্মের পরপরই চরিত্র বদলাতে শুরু করল; পাকিস্তান রাষ্ট্রটি মঞ্চে হাজির হলো ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির চরিত্রে। মঞ্চ প্রায় একই রকম থাকল, পরিবর্তন হলো কুশীলবের। ফলে সবার স্বপ্ন যেন দৈত্যের দুঃস্বপ্নের মতো গুমরে গুমরে ভেঙে গেল। অনুরাগের জায়গা ক্রমে দখল করল বিরাগ। পূর্ব পাকিস্তানের একদল প্রাজ্ঞ ‘মেধাজীবী’ এটি বুঝতে পেরে বলতে শুরু করলেন, এটি ব্রিটিশ উপনিবেশের সম্প্রসারণ মাত্র। এটি বুঝতে পেরেই কাজী নজরুল ইসলাম বোধ হয় বলেছিলেন, এটি পাকিস্তান নয়; হবে ‘পাপিস্তান’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও