সীমান্ত হত্যা বন্ধে ভারত কি সত্যিই আন্তরিক?
বাংলাদেশ ও ভারত সীমান্তে প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এ নিয়ে সীমান্তের দুই পাড়ের মানুষের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে বাদ-প্রতিবাদ চললেও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত মাসেও এরূপ দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমটি গত ২ নভেম্বর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের কানাইঘাট সীমান্তে বিএসএফের সদস্যরা বাংলাদেশি দুই নাগরিককে গুলি করে হত্যা করে।
ওই ঘটনার ঠিক ৯ দিন পর ১১ নভেম্বর লালমনিরহাটে আরও দুই বাংলাদেশি বিএসএফের হত্যার শিকার হন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত; কথিত আছে লালমনিরহাটে হত্যার শিকার বাংলাদেশি নাগরিকেরা ভারতীয় গরু চোরাকারবারিদের সহযোগী হয়ে কাজ করছিলেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক হলেও ভারতীয়দের জন্য তা লজ্জাকর।’