চীন যেভাবে দারিদ্র্যমুক্ত হলো
ছেলেবেলায় হতদরিদ্র গ্রামে জীবনের একটা লম্বা সময় কাটিয়েছেন চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং। ১৯৬৯ সালের শুরুতে যখন বয়স মাত্র ১৬ বছর, তিনি ইয়ানআন অঞ্চলের সে গ্রামে পার্টির পক্ষ থেকে গ্রামবাসীর সেবায় আত্মনিয়োগ করেন। রাজধানী বেইজিং থেকে হঠাৎ এমন হতদরিদ্র এলাকায় গিয়ে তিনি শুরুতে বড় ধরনের সমস্যায়ও পড়েছিলেন। গ্রামে কোনো বিজলি বাতি নেই। সন্ধ্যার পর মাত্র কয়েকটি বাড়িতে কেরোসিনের আলো মিটমিট করে জ্বলতে দেখা যায়। রাতে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে গেলে খানাখন্দতে পড়ে যাওয়ার আশঙ্কা। এমন কঠিন অবস্থার সঙ্গে তিনি শেষ পর্যন্ত মানিয়ে নিয়েছিলেন।