৯০ এর আন্দোলনের ৩ দশক: ফিরে দেখা আমাদের আকাঙ্ক্ষা ও অর্জন

ডেইলি স্টার ড. মঞ্জুরে খোদা প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৪

আজ থেকে ৩ দশক আগে সামরিক জান্তা এরশাদের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলনের পর তার পতন হয়েছিল। সে আন্দোলনে প্রায় ৩৭০ জন জীবন দিয়েছিলেন, পঙ্গু-গুম হয়েছিলেন অসংখ্য মানুষ। হরতাল হয়েছিল প্রায় ১ বছর ৩২৮ দিন! অবরোধ হয়েছিল ৭০ দিন। জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় ৩০ হাজার কোটি টাকার।


দীর্ঘ রক্তক্ষয়ী সেই সংগ্রামে আমরা কী অর্জন করেছি? সব আন্দোলনের একটা আকাঙ্ক্ষার দিক থাকে। ৯০ এর আন্দোলনেরও ছিল। কী সেই আকাঙ্ক্ষা? মোটা দাগে বলতে গেলে গণতন্ত্র, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার, শিক্ষা, কৃষি-শিল্প-স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, ঘুষ-দুর্নীতি রোধ ইত্যাদি। সে সময় সর্বদলীয় ছাত্র ঐক্যের ১০ দফা, ৩ জোটের রূপরেখা ব্যাপক সমর্থন পায় ও গণদাবীতে পরিণত হয়। স্বাধীনতা সংগ্রামের ৬ ও ১১ দফার মতোই এটি কাজ করে। সে আকাঙ্ক্ষার কী হলো?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও