You have reached your daily news limit

Please log in to continue


টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: উইলিয়ামসনের অর্ধশতকের পর নিউজিল্যান্ডের শতক

অস্ট্রেলিয়াকে অবশেষে মুক্তি দিলেন জশ হ্যাজলউড। ১৮তম ওভারের দ্বিতীয় বলে তাঁর ‘নাকল বলে’ উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন ফিলিপস। কিন্তু তখনো অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা হয়ে উইলিয়ামসন তো ছিলেন। তৃতীয় বলে ফাইন লেগ দিয়ে দারুণ চারে দুশ্চিন্তাটা আরও বাড়িয়ে দেন নিউজিল্যান্ড অধিনায়ক। কিন্তু পঞ্চম বলে হ্যাজলউডকে এগিয়ে এসে লং অফে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো হলো না তাঁর, ধরা পড়লেন লং অফে স্টিভ স্মিথের হাতে।

কী চোখধাঁধানো এক ইনিংসই না খেললেন উইলিয়ামসন! ৪৮ বলে ৮৫ রান, চার ১০টি, ছক্কা ৩টি! দুই উইকেটের ধাক্কায় ১৮তম ওভারে মাত্র ৫ রান নিতে পেরেছে নিউজিল্যান্ড। ১৮ ওভার শেষে তাদের রান ৪ উইকেটে ১৪৯। ক্রিজে আছেন জিমি নিশাম ও টিম সাইফার্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন