You have reached your daily news limit

Please log in to continue


ওয়াগনারকে নিয়ে মুখোমুখি অবস্থানে টেলর–উইলিয়ামসন

নিল ওয়াগনারকে নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটে কি গৃহদাহ শুরু হলো?

প্রশ্নটি উঠছে কারণ, ওয়াগনারকে নিয়ে নিউজিল্যান্ড জাতীয় দলে দীর্ঘদিনের দুই সতীর্থের পাল্টাপাল্টি মন্তব্য। একজন, এখন সাবেক, অন্যজন এখনো খেলে যাচ্ছেন। প্রথমজন যে রস টেলর, এতক্ষণে তা নিশ্চয়ই জেনে গেছেন।

ইএসপিএনের অ্যারাউন্ড দ্য উইকেট নামের এক পডকাস্টে নিউজিল্যান্ড কিংবদন্তি টেলর বলেছেন, ফাস্ট বোলার ওয়াগনারকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। দ্বিতীয়জন সে কথার জবাব দিয়েছেন এবং তাঁর নাম কেন উইলিয়ামসন। বোঝাই যাচ্ছে, নিউজিল্যান্ড ক্রিকেটে দুটোই বেশ ভারি নাম। দুই কিংবদন্তির পাল্টাপাল্টি মন্তব্যের রেশ কে জানে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন