কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপে খেলার আশায় অনুশীলনে উইলিয়ামসন

চ্যানেল আই প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৩, ১৫:০৯

হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন কেন উইলিয়ামসন। অক্টোবরে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ তার খেলার আশা শেষের খবর বেরোলেও এবার জানা গেছে ভিন্ন তথ্য। হুট করে এখনই দলে না ফিরলেও উইলিয়ামসনের বিশ্বকাপে ফেরার সম্ভাবনা এখনো টিকে আছে।


চলতি বছরের এপ্রিলে আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই উইলিয়ামসন লিগামেন্টের ইনজুরিতে পড়েন। আহমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সেই ম্যাচের পর আর মাঠে নামেননি কিউই অধিনায়ক।


পুরোপুরি সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দলে ৩৩ বর্ষী ক্রিকেটারকে রাখা হয়নি। তবুও হাঁটুর অস্ত্রোপচার করানো কিউই ব্যাটার দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েই পুনর্বাসন চালিয়ে যাবেন। সম্প্রতি তিনি নেটে অনুশীলন ও ব্যাটিং শুরু করেছেন। এক মাসেরও কম সময়ের মধ্যে ফিট হয়ে বিশ্বকাপ স্কোয়াডে তিনি যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও