
বিশ্বকাপে চোখ রেখে আফগানিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ
১৮টি টি-টোয়েন্টি ম্যাচের পর ওয়ানডে খেলতে নামছে মেহেদী মিরাজ-নাজমুল শান্তরা। সর্বশেষ ৮ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ফরম্যাটটিতে খেলেছিল বাংলাদেশ। এরপর তিন ম্যাচের চারটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ মিলিয়ে টাইগারদের পরবর্তী ১৮ ম্যাচ সংক্ষিপ্ত সংস্করণের ছিল। আজ (বুধবার) থেকে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হবে।
এই সিরিজের প্রতিটি ম্যাচের আগে বাংলাদেশকে মাথায় রাখতে হবে র্যাঙ্কিংও। মেহেদী হাসান মিরাজের দল বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে রয়েছে। আর আফগানিস্তানের অবস্থান সপ্তম। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি উঠবে র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল। ফলে বাংলাদেশের জন্য ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করা বেশ জরুরি। প্রথম ওয়ানডেতে নামার আগে দুই দলের সংবাদ সম্মেলনেই এসেছে সেই প্রসঙ্গ।
বাংলাদেশের অধিনায়ক মিরাজ বলেছেন, ‘ওয়ানডে ম্যাচগুলো যেভাবে খেলেছি অনেক লম্বা গ্যাপ দিয়ে। ব্যাক টু ব্যাক খুব কমই খেলেছি। এজন্য এই সমস্যাটা হয়েছে। অনেকদিন গ্যাপ করে খেলেছি। ব্যাক টু ব্যাক থাকলে খেলার মধ্যে থেকে ভালো করা যায়। কাজটা কঠিন তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি। ওয়ানডে প্লেয়াররা দেশ থেকে প্র্যাকটিস করে এসেছি। আমরা সবাই জানি এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ। (বিশ্বকাপে) কোয়ালিফাই করাটা অনেক জরুরি, সেরা ৮ দল (সরাসরি) যাবে বিশ্বকাপে।’
- ট্যাগ:
- খেলা
- ওয়ানডে সিরিজ
- বাংলাদেশ-আফগানিস্তান