কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘অস্ট্রেলিয়ার মাটিতে এটাই সবচেয়ে বাজে দল’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৭:১৫

চলমান অ্যাশেজ সিরিজে স্বাগতিকদের বিপক্ষে লড়াই-ই করতে পারছে না ইংল্যান্ড। একের পর এক ম‍্যাচে তাদের হতাশাজনক পারফরম্যান্সে বিরক্ত রিকি পন্টিং। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার মাটিতে খেলা এটাই সবচেয়ে বাজে দল।বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন মঙ্গলবার ইনিংস ও ১৪ রানে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিই জিতে তারা নিশ্চিত করেছে, অ্যাশেজ থাকছে নিজেদের কাছেই।প্রথম দুই ম্যাচের মতো এই টেস্টেও ব্যাটিংই ডুবিয়েছে ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারছেন না জস বাটলার-বেন স্টোকসরা।


মেলবোর্নে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসের চিত্রটা ছিল আর বিব্রতকর। মাত্র ৬৮ রানে অলআউট হয় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা।ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বুধবার ইংলিশদের অ‍্যাশেজে প্রতিপক্ষের মাঠে ভালো করার পথ দেখালেন পন্টিং।“আমি মনে করি না, গত তিন ম‍্যাচে যেমন দেখেছি, অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে বাজে খেলা কোনো দলকে দেখেছি।। অস্ট্রেলিয়াতেও আমরা এর মধ্য দিয়ে গেছি। পেছনে ফিরে তাকালে দেখা যাবে কয়েক বছর আগে আমরাও ইংল্যান্ডে গিয়ে ভুগেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও