স্মার্টফোনের নেশা ছেড়ে শিশুদের সময় দিন
আমাদের স্বাভাবিক দৈনন্দিন যাপিত জীবনযাপনের মধ্যে হঠাৎ করেই করোনা নামের এক মহামারির আগমন ঘটে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের স্বাভাবিক জীবনকে উল্টেপাল্টে দেয়। করোনা পরিস্থিতিতে দেহ ও মনের যে অস্বাভাবিক পরিবর্তন হয়ে গেছে, সেটা আমরা বুঝতে পারলেও শিশুদের ক্ষেত্রে বিষয়টি কঠিন। ফলে করোনা-পরবর্তী শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হচ্ছে।
দেড় বছরের বেশি সময় শিশুরা ঘরবন্দী ছিল। পড়াশোনার স্পর্শের বাইরে ছিল। একজন শিশুর মানসিক বিকাশের পেছনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। তবে পরিবার কখনোই শিশুর মানসিক বিকাশকে স্বয়ংসম্পূর্ণ করতে পারে না।