কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা সত্যিই বেদনাদায়ক

ঢাকা পোষ্ট ড. আতিউর রহমান প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২১, ২০:১১

সম্প্রতি দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতার যে কদর্য রূপ দেশবাসী দেখেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশে এই সামাজিক অনাচার একেবারেই কাম্য নয়। বঙ্গবন্ধু সমাজে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকানোর জন্যই সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রের মৌলিক একটি স্তম্ভ হিসেবে যুক্ত করেছিলেন। তার সমগ্র রাজনৈতিক জীবনের শিক্ষা থেকেই তিনি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সংবিধানে এই মহান আদর্শকে জাতির মননে গেঁথে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।


১৯৪৬ সালের আগস্টে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা তিনি খুব কাছে থেকে দেখেছেন। তা থেকে মানুষকে উদ্ধারের কাজ করেছিলেন। কলকাতার দাঙ্গা তার মনকে বিষিয়ে তুলেছিল। তার শিক্ষক ভবতোষ দত্তের লেখনীতে তা ধরা পড়েছে। তাছাড়া দেশভাগের পর যেভাবে সীমান্তের দুই দিকেই দাঙ্গা ছড়িয়ে পড়েছিল তাতেও তিনি ভীষণ মর্মাহত হয়েছিলেন। এই দাঙ্গার শিকার মানুষদের বাঁচানোর জন্য তার রাজনৈতিক গুরু সোহরাওয়ার্দীর নির্দেশে ত্রাণ শিবির পরিচালনার জন্য পাটনা ও আসানসোলে দিনরাত পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও