![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
চলনবিলে শামুক নিধন
প্রথম আলো
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২১, ১১:৩৯
জীববৈচিত্র্য রক্ষায় দেশে আইন থাকলেও প্রয়োগ হয় না বললেই চলে। ফলে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষ কোনো দায় অনুভব করে না। চলনবিলে নির্বিচার শামুক নিধনের ঘটনায় তেমন চিত্রই আমরা দেখছি।
মানুষের মধ্যে সচেতনতার অভাব ও প্রশাসনের গাফিলতির কারণে জীববৈচিত্র্যে শামুকের অসামান্য ভূমিকা সেখানে গৌণ হয়ে গেছে। শ্রমজীবী মানুষের জীবিকাকে লক্ষ্য করে স্থানীয় কিছু প্রভাবশালী শামুক আহরণকে জমজমাট ব্যবসায় পরিণত করেছে। বছরের পর বছর সেটি চলে এলেও রোধ করার কোনো প্রচেষ্টা ও পদক্ষেপ আমরা দেখি না।