দারিদ্র্য বিমোচন ও মানবিক উন্নয়ন
দারিদ্র্য একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা। প্রত্যেকের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান—এই পাঁচটি মৌলিক প্রয়োজনের যে ন্যূনতম পরিমাণ বা সীমা নির্ধারণ করা হয়েছে তাকে দারিদ্র্যসীমা বলে। দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী মানুষের জীবন হয় মানবেতর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির অন্যতম প্রধান লক্ষ্য দারিদ্র্য বিমোচন। ১৯৯২ সালের ২২ ডিসেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১৯৯৩ সাল থেকে ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালিত হয়।