ইস্যু এবং ইস্যু; আপনার কোনটি?
ওই দিন একটি মার্কেটে দেখলাম এক কিশোর ছেলে বাসা থেকে তৈরি করে আনা খাবারের প্যাকেট হাতে দোকানে দোকানে ঘুরছে। কেউ যদি কেনে! হয়তো মায়ের হাতে রান্না করা খাবারগুলো সে ফেরি করছে। অদ্ভুত সুন্দর, মায়াবী চেহারার ছেলেটির চোখে-মুখে দুঃখভরা অস্ফুট আর্তনাদ যেন! পরবর্তী দু-তিন দিন আমি ওই ছেলেটির চেহারা ভুলতে পারিনি। মনে হচ্ছিল, আহা, মায়াবী ছেলেটি বেঁচে থাকার জন্য কতই না কষ্ট করছে! কে জানে কত না-বলা গল্প আছে তার!
- ট্যাগ:
- মতামত
- প্রবাসী
- বাংলাদেশি ইস্যু
- স্বজনপ্রীতি