You have reached your daily news limit

Please log in to continue


ভোক্তারা স্বস্তি পাবেন তো?

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি স্বস্তির খবর দিয়েছে। এখন থেকে পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না। আগে ৫ শতাংশ হারে শুল্ক দিতে হতো। এ আদেশ বহাল থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া এনবিআর চিনি আমদানিতেও আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করেছে। আগে আমদানি শুল্ক ছিল ৩০ শতাংশ। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি পর্যায়ে কম হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে।

এর আগে বাংলাদেশ ট্যারিফ কমিশন পেঁয়াজ ও চিনির ওপর শুল্ক কমানোর সুপারিশ করেছিল। পরে পেঁয়াজ, চিনি ও ভোজ্যতেলে শুল্ক-কর কমানোর জন্য এনবিআরকে অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে গত সোমবার আন্তমন্ত্রণালয় বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়। পেঁয়াজের দাম আকাশচুম্বী হলে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এনবিআর পেঁয়াজে আমদানি শুল্ক প্রত্যাহার করেছিল। তখন শুল্ক প্রত্যাহারের মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। এপ্রিল মাস থেকে ফের পেঁয়াজের আমদানি শুল্ক ৫ শতাংশ পুনর্বহাল করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন