শেষ বেলায়ও সেই বাঙালিই থাকতে চাই
ক্ষমা করা আর ক্ষমা চাওয়া—দুটোই হচ্ছে জীবনের অন্যতম শিক্ষা। বাঙালি কখনো এ শিক্ষা ভুলে যায়নি। পদে পদে তার প্রমাণ রেখেছে বাঙালি। শত দুর্ভোগেও বাঙালি তার রসবোধ হারায় না—এটা বাঙালির আর এক সত্যের সন্ধান। এসব নিয়েই মূলত বাঙালিয়ানা। বাঙালির দুর্যোগ আছে, থইথই বৃষ্টির জল আছে। তার পরও তার রসবোধের কমতি নেই। জমা জলে বাটি দিয়ে মাছ ধরার আনন্দও তাকে তার রসবোধই উপহার দেয়। যে জাতির রসবোধ নেই, সে জাতির কিছুই নেই—কিন্তু বাঙালির আছে। বাঙালির রসবোধটুকু আছে। আর আছে বলেই নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির মধ্যেও বাঙালি ঘরে আটকে থাকে না। ভেসে যাওয়া শহরের রাস্তায় বাঙালি নির্দ্বিধায় বানের জলে ভেসে আসা মাছ ধরতে নেমে পড়ে। দেখুক না পাড়া-পড়শি, দেখুক ভার্চুয়াল দুনিয়া, ফেসবুক লাইভ—কে দমে তাতে!
- ট্যাগ:
- মতামত
- ক্ষমা
- বাঙালি
- মুক্তিযুদ্ধের চেতনা
- চেতনা