ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিকেন্দ্রীকরণ :চ্যালেঞ্জ ও সম্ভাবনা

ইত্তেফাক ড. মো. আবদুর রহিম প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৯

আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্বদ্যািলয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের কাছে ভর্তি পরীক্ষা মানেই ভর্তিযুদ্ধ। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের চিন্তার শেষ নেই। বাবা-মা থাকেন ততোধিক টেনশনে। ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা মানে লক্ষ্য অর্জনের পথে অর্ধেক এগিয়ে যাওয়া। এদিক থেকে পছন্দের শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ইঞ্জিনিয়ারিং, জৈববিজ্ঞান, পরিবেশবিজ্ঞানসহ বিভিন্ন ডিসিপ্লিনে বহুমাত্রিক শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। ক্লাস রুমের বাইরে মানবজীবনের পরিপূর্ণ বিকাশের পথ এখানে অবারিত। সে কারণে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বছর চারটি অনুষদে সর্বমোট ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩০৭ জন। এর বিপরীতে ভর্তি হতে পারবেন ৭ হাজারের কিছু বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও