বিএডিসির অবসরপ্রাপ্তদের পেনশন দিন

সমকাল আবুল বাশার খান প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৯৯৯ সালে ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সংস্থা, করপোরেশন, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক দুর্ভোগ, সামাজিক সুরক্ষার কথা চিন্তা করে নির্দিষ্ট কিছু শর্তে সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে পেনশন সুবিধা দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করে।


তৎপরবর্তী সময়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুর রাজ্জাকের (প্রয়াত) সহানুভূতিতে পানি উন্নয়ন বোর্ডে পেনশন সুবিধা চালু হয়। একইভাবে আরও ১৫-২০টি প্রতিষ্ঠানের পেনশন সুবিধা চালু হয়েছে। আমরা মনে করি, কর্তৃপক্ষ চাইলে কৃষিমন্ত্রীর অনুমোদন পেলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বা বিএডিসির অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীও পেনশনের আওতায় আসতে পারেন। কারণ, ইতোমধ্যে বিএডিসি সরকার নির্ধারিত সকল শর্ত পূরণ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও