বিশ্বের বিস্ময় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা

জাগো নিউজ ২৪ নাজমুল হুদা ওয়ারেছী চঞ্চল প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪০

উইলিয়াম বার্কলে বলেছিলেন ‘ কোনও ব্যক্তির জীবনে দুটি দুর্দান্ত দিন থাকে যেদিন আমরা জন্মগ্রহণ করি এবং যেদিনটি আমরা আবিষ্কার করি ’ আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা রেনুর জ্যেষ্ঠ সন্তান ওবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।


এবারের জন্মদিনে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতির পিতার যোগ্য উত্তরসূরি বাংলাদেশের রেকর্ড চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বের বিস্ময়। দক্ষিণ এশিয়াসহ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করে আজ তিনি বিশ্বনেতা। বঙ্গবন্ধুর মতো তাঁর চরিত্রে মানুষের প্রতি বিশ্বাস-ভালোবাসা, সততা, দক্ষতা, ধৈর্য ও ক্ষমাশীলতার বিশেষ গুণ বিদ্যমান। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও