কমছে করোনা, কোন পথে আমরা?

ঢাকা পোষ্ট ডা. লেলিন চৌধুরী প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৪

দেশে করোনার সংক্রমণ ক্রমশ কমে আসছে। শনাক্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমছে। এ অবস্থায় গত ১৯ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বাদে প্রায় সমস্ত কিছু খুলে দেওয়া হয়েছে। এতে করোনা জর্জরিত বন্দি জনপদে হঠাৎ যেন মুক্তির বাতাস বইতে শুরু করে। ইতিমধ্যে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণাও এসেছে।


মানুষজন মহানন্দে বাইরে বেরিয়ে পড়েছে। তাদের আনন্দের বন্যায় ভেসে গিয়েছে মাস্ক, টুটে গিয়েছে স্বাস্থ্যবিধি। এখন প্রায় সর্বত্র স্বাস্থ্যবিধি উপেক্ষিত। দিনে দিনে লোকজনের মধ্যে মাস্ক পরার প্রবণতা কমে আসছে। জনসাধারণকে মাস্ক পরতে, স্বাস্থ্যবিধি মানতে যারা উদ্বুদ্ধ ও বাধ্য করবে সেই কর্তৃপক্ষের আচরণে শৈথিল্য প্রকট। এমতাবস্থায় দেশের করোনা পরিস্থিতি কোন দিকে ধাবমান? পুরো বিষয়টি বিশ্লেষণের দাবি রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও