দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলেই বিবেচনা করা দরকার। অতিমারির সূচনা থেকেই সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল এবং অনলাইনে শিক্ষা প্রদানের কথাবার্তা যতটা জোরেশোরে বলা হয়েছিল, ঠিক ততটাই ব্যর্থ হয়েছে।
বারবার ডিজিটাল বাংলাদেশের কথা বলার পরও এই ব্যর্থতার কারণ অনুসন্ধান হবে, এমন আশা করা যায় না। যে দেশে মোবাইল ইন্টারনেটের গতি পৃথিবীর শেষ পাঁচটি দেশের একটি, সেখানে এর ব্যতিক্রম হওয়ার কথা ছিল না। ফলে এ নিয়ে বাক্যবিস্তার নিরর্থক।