You have reached your daily news limit

Please log in to continue


নজরুল মুসলমানের কবি এই দাবী বন্ধ হোক

বাঙালির প্রাণের কবি, অস্থি মজ্জায় মিশে যাওয়া কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণদিনে কবির প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জানাবার জন্য কলম না ধরে পারা গেল না। বাঙালির জাতীয় জীবনে নজরুলের সবচেয়ে বড় অবদান হলো- তিনি অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত এক জাতিকে গড়তে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে অক্লান্ত কাজ করে গেছেনI তিনি সকল প্রকার সামাজিক বৈষম্য, বিভেদ, অন্যায়, অত্যাচার, ধর্মান্ধতা, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে ছিলেন চিরবিদ্রোহী।

তিনি মানবতার জয়গান গেয়েছেন তার প্রতিটি রচনায় (গান, কবিতা, গল্প, ছোট গল্প, উপন্যাসে, নাটকে), তিনি বলে গেছেন সবার উপরে মানুষ/ মানবতা এবং নারী I “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”- নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাকে আমরা একজন নারীবাদী কবি হিসেবেও পেয়েছি I তিনি কখনো আল্লাহ, ভগবান বা যীশুর জয়গান করেছেন বলে আমাদের জানা নেই। তার লিখা “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” গানটি গাইতে গেলে আজও চোখে জল আসেI আজকের পৃথিবীতে হিন্দু-মুসলমানের সম্পর্কের আরও অবনতি ঘটেছে যেন I

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন