আফগানিস্তান নিয়ে বাইডেনের সিদ্ধান্ত সঠিক

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র চার্লস এ কুপচান প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১, ১০:৫২

আফগান জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় টানা দুই দশক ধরে একটি সুন্দর, সুরক্ষিত ও কার্যকর রাষ্ট্র গঠনের জন্য যে চেষ্টা করে গেছে এবং যা কিছু অর্জন করেছে, তার সবকিছু মাস কয়েকের মধ্যে ধুলোয় মিশে যেতে দেখা নিঃসন্দেহে বেদনার। গত রোববার কাবুলের পতন এবং প্রেসিডেন্ট আশরাফ গনির পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তালেবানের চূড়ান্ত উত্থান সেই বাস্তবতাকেই সামনে আনল।


দৃশ্যত প্রায় বিনা বাধায় তালেবানের আফগানিস্তানের সমগ্র এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন তুলেছে, আফগানিস্তান থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জোট বাহিনী সরিয়ে আনার সিদ্ধান্ত সঠিক ছিল কি না। আফগান সেনাবাহিনীর ভেঙে পড়া এবং দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর অসহায়ত্ব প্রমাণ করে, মার্কিন বাহিনী আরও বহু বছর ধরে আফগান বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ দিলেও তারা আদৌ কোনো দিন নিজেদের পায়ে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে বাইডেন সন্দিহান ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও