ঢাকায় আসছে আরও দুই মেট্রোরেল
জাপান থেকে তৃতীয় ও চতুর্থ মেট্রোরেল চলতি আগস্ট মাসেই ঢাকায় এসে পৌঁছাবে বলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সূত্রে জানা গেছে। উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল রুটে চলবে এই রেল দুটি।
রোববার (১৫ আগস্ট) প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, তৃতীয় এবং চতুর্থ রেলসেট গত ২২ জুন জাপানের কোবে সমুদ্র বন্দর হতে জাহাজে করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। গত ২০ জুলাই বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে পৌঁছায়। মোংলা বন্দরের শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাদি শেষে চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকার উত্তরার ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে