সাইমন ড্রিং :হে বন্ধু বিদায়
বাংলাদেশের মাটিতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা শুরুর প্রত্যক্ষদর্শী সাংবাদিক সাইমন ড্রিং মৃত্যুবরণ করলেন। সাইমন একাধারে ছিলেন বিশ্বখ্যাত সাংবাদিক, একই সঙ্গে খ্যাতিমান টিভি উপস্থাপক ও তথ্যচিত্র নির্মাতা। মুক্তিযুদ্ধের সময় সাইমনের সঙ্গে আমার পরিচয় ঘটেনি, যদিও গেরিলা যুদ্ধে যুক্ত থেকেও রণাঙ্গনের সাংবাদিকতা করার সুযোগ ঘটেছিল আমার। তার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা ঘটে অনেক পরে, যখন দেশের প্রথম বেসরকারি একুশে টেলিভিশন গড়ে তোলার দায়িত্বপ্রাপ্ত হন, নব্বই দশকের শেষ প্রান্তে। আমি তখন জাতীয় সংবাদ সংস্থা বাসস-এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করি বলে ইটিভি ও বাসস অফিসে কথা হয় অনেকবারই। শিল্পী শাহাবুদ্দিনের আমন্ত্রণে তার কলাবাগানের বাড়িতেও আড্ডা বসে।