২৩ দিন পর বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ চলাচল শুরু

জাগো নিউজ ২৪ বাংলাবাজার ফেরিঘাট, মাদারীপুর প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১২:৪৯

দীর্ঘ ২৩ দিন পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। ফলে ঈদুল আজহাকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে বিধিনিষেধ শিথিলের ঘোষণার পর থেকেই ঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়ে গেছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জুলাই) সকাল থেকে নৌরুটে চারটি রো-রো ফেরিসহ ১২টি ফেরি চলাচল করছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ রয়েছে এ নৌরুটে। এছাড়া গত কয়েকদিন ধরে পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়েছে। ফলে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময়ের চেয়ে পদ্মা পার হতে দেড় ঘণ্টা বেশি সময় লাগছে। এতে করে কমেছে ফেরির দৈনন্দিন ট্রিপ। বেড়েছে ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও