বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্তের দায়িত্ব চায় দুদক

প্রথম আলো প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৩:০৯

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওই ঘটনায় মতিঝিল থানায় যে মামলা হয়েছিল, তার তদন্ত ৯ বছরেও শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এখন মামলাটির তদন্তের দায়িত্ব চাইছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমানসহ ১৪ জনের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। ইতিমধ্যে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।


নাম প্রকাশ না করার শর্তে দুদকের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রিজার্ভ চুরির ঘটনাটি দুদকের তফসিলভুক্ত অপরাধ। সাবেক শেখ হাসিনা সরকার ঘটনাটি ধামাচাপা দিতে একটি সাজানো মামলা করে তদন্তের দায়িত্ব দিয়েছিল সিআইডিকে। ঘটনার ৩৯ দিন পর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলায় চুরিসহ তিনটি ধারা অন্তর্ভুক্ত করা হয়। ওই কর্মকর্তা বলেন, রিজার্ভ চুরির ঘটনাটি ঘটেছে মূলত হ্যাকিংয়ের মাধ্যমে, কিন্তু মামলায় কৌশলে চুরির ধারা দেওয়া হয়। আইনে হ্যাকিংয়ের স্পষ্ট ধারা থাকলেও সেটি মামলায় উল্লেখ করা হয়নি, যাতে অভিযোগপত্র দিলেও মামলাটি বিচারে গিয়ে আসামিরা ছাড় পান। আসামিদের সুবিধা দিতেই এই ধারা যুক্ত করা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও