
আরও ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ২১:২৯
বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে আরও ১২ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুরে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ ১২ জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ধরে নিয়ে যায় বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।