সাইফের ওপর হামলার সন্দেহভাজন সাজ্জাদকে ছেলে দাবি করলেন ঝালকাঠির রুহুল আমিন
ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার মুহাম্মদ শরিফুল ইসলাম সাজ্জাদ ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। ওই গ্রামের রুহুল আমিন ফকির দাবি করেছেন, তাঁর তিন ছেলের মধ্যে সাজ্জাদ দ্বিতীয়।
সাজ্জাদকে রুহুল আমিনের ছেলে দাবি করার বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে এই প্রতিবেদক সরাসরি কথা বলতে তাঁর বাড়িতে যান। সেখানে রুহুল আমিনের ছেলে সালমান ফকিরও সাজ্জাদকে তাঁর ভাই বলে দাবি করেন।
সাজ্জাদকে ভাই দাবি করা সালমান ফকির বলেন, ‘বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে খুলনায় থাকতেন সাজ্জাদ। সে সময় থেকেই অবৈধপথে তার ভারতে যাতায়াত ছিল। খুলনায় থাকাকালে সে মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। এতে বিরক্ত হয়ে তার পরিবার গ্রামের বাড়ি চলে আসে। এলাকায় মাঝেমধ্যে আসা-যাওয়া থাকলেও স্থায়ী হতো না সাজ্জাদ। ২০১৭ সালের পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। পরিবারের সঙ্গেও সে যোগাযোগ করেনি।’