অতীতের ভুল সংশোধন করতে কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন: ইসি আব্দুর রহমানেল মাছউদ

ডেইলি স্টার প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৬:৪২

একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন 'জাতির কাছে ওয়াদাবদ্ধ' মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, মূলত জাতীয় সংসদ নির্বাচন নিয়েই আমরা বেশি ভাবছি। অতীতে বিভিন্ন কারণে ভুল-ত্রুটি হয়েছে। এসব সংশোধন করতে আমাদের কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন।


আজ বুধবার দুপুরে বরিশাল আঞ্চলিক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার।


আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, এতদিন ভোট নিয়ে যে অনীহা ছিল, অমনোযোগ ছিল, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, তা থেকে উত্তরণ ঘটিয়ে সঠিক, সুন্দর ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।


তালিকায় ভুয়া ভোটার নিয়ে এই অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বলেন, যদি কোনো ভুয়া ভোটার থেকে থাকে, সেক্ষেত্রে যথাযথ প্রমাণ সাপেক্ষে তা কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও