শিক্ষা সংস্কার কমিশন গঠন নিয়ে কাটছে না সংশয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১৯:২১

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কাছে দেশবাসীর সবচেয়ে বড় দাবি ছিল সংস্কার। সেই দাবি মেনে এরই মধ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কয়েকটি সংস্কার কমিশন এরই মধ্যে প্রতিবেদনও জমা দিয়েছে। অথচ শিক্ষা রয়ে গেছে ব্রাত্য। শিক্ষাবিদ-রাজনীতিবিদদের মতে, ‘শিক্ষা সংস্কার কমিশন’ দরকার ছিল সবার আগে।


শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম গত ১৮ ডিসেম্বর ‘শিগগির শিক্ষা সংস্কার কমিশন করা হবে’ বলে ঘোষণা দেন। তার সেই ঘোষণার মাস পেরোলেও আলোর মুখ দেখেনি শিক্ষা কমিশন। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষা সংশ্লিষ্টরা।


শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, মন্ত্রণালয়ের প্রস্তুতি থাকলেও আপাতত সরকার শিক্ষা সংস্কার কমিশন করার ব্যাপারে সাড়া দিচ্ছে না। ফলে আদৌ শিক্ষা সংস্কার কমিশন হবে কি না, তা নিয়ে খোদ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন সংশয়ে। সার্বিক পরিস্থিতিতে শিক্ষা সংস্কার কমিশন ‘অধরাই’ থেকে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও