চট্টগ্রামে পুড়ে অঙ্গার হওয়া এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলার হাটহাজারী থানার ফতেয়াবাদ বালুরটাল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বালুরটাল এলাকার ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা লাশের পরিচয় জানা যায়নি, তা বের করার চেষ্টা চলছে। নিখোঁজ ডায়েরিগুলোরও খোঁজ নেওয়া হচ্ছে।