
গত ফেব্রুয়ারিতে সরকার যে গণটিকাদান কর্মসূচি শুরু করেছিল, মাঝপথে তা বন্ধ করে দিতে হয়েছিল টিকার মজুত ফুরিয়ে যাওয়ায়। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছিল তিন কোটি টিকা সরবরাহের। কিন্তু ভারতে টিকার চাহিদা বেড়ে যাওয়া এবং রপ্তানিতে সরকারের নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটি সরবরাহ করেছে মাত্র ৭০ লাখ ডোজ। যদিও ১ কোটি ৫০ লাখ টিকার দাম আগাম পরিশোধ করা হয়েছিল। ফলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই সরকারকে টিকাদান কর্মসূচি স্থগিত রাখতে হয়।