কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষের পাশে দাঁড়ানোই এখন প্রধান নৈতিক দায়িত্ব

কালের কণ্ঠ আবদুল মান্নান প্রকাশিত: ১১ জুলাই ২০২১, ১০:৫২

এই লেখাটি যখন লিখছি, তখন নারায়ণগঞ্জে একটি ফ্রুট জুস কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। এই শিশুদের অনেকেই স্কুলে লেখাপড়া করত। করোনাকালে স্কুল বন্ধ থাকায় এখানে কাজ করতে এসেছিল। এরা আর কখনো স্কুলে ফিরবে না। বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব দেশেই শিশুশ্রম নিষিদ্ধ। এর জন্য আইনও আছে। শিশুশ্রম আইন মানা হচ্ছে কি না তা দেখার জন্য সরকারের অধিদপ্তর আছে, পরিদর্শক আছেন। যে ভবনে এই ভয়াবহ ট্র্যাজেডির ঘটনা ঘটেছে তা গোডাউন হিসেবে চিহ্নিত। জানা গেছে, ঘটনার সময় ওই ভবন থেকে বের হওয়ার সব দরজা বন্ধ ছিল। মানে এটি একটি হত্যাকাণ্ড। এই দুর্ঘটনা ২০১২ সালের আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডের  ঘটনাকে মনে করিয়ে দেয়, যেখানে আগুনে পুড়ে ১১১ জনের মৃত্যু হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রত্যেক কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকাটা বাধ্যতামূলক। যারা এ ধরনের কারখানায় কাজ করে, তাদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। এসব দেখার দায়িত্ব যাঁদের, তাঁরা তাঁদের কাজ সঠিকভাবে করলে এ রকম ট্র্যাজেডি হয়তো ঘটত না। আসলে সরকারের অনেক কর্মচারী তাঁদের দায়িত্ব পালন করেন না। তাঁদের কেউ ছোট আমলা, কেউ বা বড়। দেশ এখন অসৎ আমলাদের হাতে চলে গেছে। এই নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। কিছু ব্যতিক্রম হয়তো আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও