তিন দশকে বাংলাদেশ নানা ক্ষেত্রে এগিয়েছে। নানা সূচকে আমাদের অগ্রগতি ঘটেছে। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করার পরও আমরা একটি সুস্থ সমাজ পাইনি, সঠিক রাষ্ট্রব্যবস্থা পাইনি। কোথাও এতটুকু আশাবাদ জেগে ওঠেনি। কয়েক দশকে আমরা আমাদের সব ধরনের প্রতিষ্ঠান নষ্ট করেছি।
আমাদের রাজনীতি নষ্ট হয়েছে। ধ্বংস হয়েছে বিচারব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থার মতো মূল ভিতগুলো। কিন্তু এসবের পেছনে লুকিয়ে আছে আমাদের সমন্বিত আত্মঘাতী উদ্যোগ। আমরা আমাদের প্রজন্মকে নষ্ট করেছি। আমরা নতুন এবং অনাগত প্রজন্মের সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করেছি।
সমস্যা হলো, এটা আমরা এখনো উপলব্ধি করছি না। বাংলাদেশের প্রধান সমস্যা অর্থনীতি না, একটি মানবিক প্রজন্ম তৈরি করতে না পারা। এক্ষেত্রে যে আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি সেটা আমরা আমাদের অমিত সম্ভাবনাময়ী এই প্রজন্মের বেহাল দশা দেখে অনুভব করতে পারি। কিন্তু একটি প্রজন্ম তৈরি করা ছাড়া রাষ্ট্রকে দাঁড় করানোর সব প্রকল্প ও উদ্যোগ অকার্যকর হতে বাধ্য।