মাস্ক আছে, মাস্ক নেই; ত‌বে লাইনে ঘেঁষাঘেঁষি আছে

কালের কণ্ঠ বরিশাল সদর প্রকাশিত: ২১ জুন ২০২১, ১২:০৭

করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তার মা‌ঝেই আজ সোমবার সকাল ৮টা থে‌কে শুরু হ‌য়ে‌ছে সারা দে‌শের ন্যায় ব‌রিশাল জেলার ৫০টি  ইউনিয়ন প‌রিষ‌দের ভোট। প্রচার-রাজনৈতিক কর্মসূচিতে মাস্কহীন মুখ আশঙ্কা বাড়িয়ে দিলেও ভোটের দিনেও একই  প‌রি‌স্থি‌তি। বেশির ভাগ ভোটা‌রের মুখে নেই মাস্ক। এমন‌কি ভোটার‌দের লাই‌নে ছিল ঘেঁষাঘেঁষি। সকা‌লে কয়েকটি ভোট‌কে‌ন্দ্রে গি‌য়ে এমন প‌রি‌স্থি‌তির দেখা মি‌লে‌ছে।


ব‌রিশাল সদর উপ‌জেলার চরবা‌ড়িয়া ইউ‌নিয়‌নের কাকাশুরা ভোট কে‌ন্দ্রে গি‌য়ে দেখা গে‌ছে ভোটার‌দের দীর্ঘ লাইন। ‌ভোটার‌দের জন্য আলাদা আলাদা দাঁড়া‌নোর জন্য সা‌মিনায়া টানা‌নো হ‌য়ে‌ছে। যা‌তে ক‌রে ভোটাররা বৃ‌ষ্টি‌তে না ভি‌জেন। তবে লাইনে দাড়া‌নো অধিকাংশ ভোটারেরই মাস্ক ছিল না। এছাড়া লাইনে শারীরিক দূরত্ব-বিধি একবারেই মানা হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও