
আরও ৬ স্থাপনা ও প্রকল্প থেকে সরল হাসিনা পরিবারের নাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪০
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তন করে হালনাগাদ তালিকা প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও ছয়টি প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রকল্পের নাম পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে।
এর মধ্যে ঢাকার কুড়িল লিংক রোডের শেখ হাসিনা সরণির নতুন নাম রাখা হয়েছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’, চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভারের নাম হয়েছে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’, রাজশাহীর বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘আরডিএ কমপ্লেক্স’ এবং শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের নাম রাখা হয়েছে ‘আরডিএ পার্ক’।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নাম পরিবর্তন