
শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় অ্যাপ
প্রথম আলো
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২
আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের নিরাপত্তায় একটি অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
অ্যাপ প্রসঙ্গে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজামণ্ডপে কোনো ঘটনা ঘটলে এর মাধ্যমে সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করা যাবে। একই সঙ্গে প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পূজা মণ্ডপের নিরাপত্তা