
হারানো এনআইডি পেতে লাগছে না জিডি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৮
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বাধ্যবাধকতা আর থাকছে না; প্রচলিত নিয়মেই ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করলেই হবে।
এনআইডি সেবা সহজ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি রোববার বলেন, “এনআইডি সেবা এখন সহজতর করা হচ্ছে। এখন আর লাখ লাখ আবেদন অনিষ্পন্ন অবস্থায় থাকছে না। আমরা হারানো এনআইডি তোলার ক্ষেত্রে জিডি নেওয়ার নিয়ম তুলে দিয়েছি।
“ধারণা করি, বর্তমানে সব মিলিয়ে অর্ধলাখের মতো আবেদন রয়েছে। আগামীতে তা আরও কমে আসবে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- এনআইডি
- ভুয়া এনআইডি
- এনআইডি সেবা