
ছাত্ররাজনীতির অগ্নিপরীক্ষা ডাকসু
ডেইলি স্টার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫০
ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিরল ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে আগামীকাল মঙ্গলবার—তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম ডাকসু নির্বাচন এবং শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বড় নির্বাচনী পরীক্ষা।
আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালের ডাকসু নির্বাচন কলঙ্কিত হয়েছিল ছাত্রলীগের দাপট ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগের মধ্য দিয়ে। সে হিসেবে, ১৯৯০ সালের মে মাসের পর এটাই ডাকসুর প্রথম প্রকৃত নির্বাচন।
এবারের ডাকসু নির্বাচনটা কেবল ক্যাম্পাসের একেবারে সাদামাটা কোনো নির্বাচন কিংবা ছাত্র সংসদের পদগুলোর জন্য শিক্ষার্থীদের প্রতিদ্বন্দ্বিতা না। বরং বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নিয়ে একপ্রকার গণভোট। সেইসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা, বৈধতা ও গণতান্ত্রিক সংস্কারের প্রতিশ্রুতির এক অগ্নিপরীক্ষা।