সময় এখন 'স্টিম' শিক্ষার
সায়েন্স বা বিজ্ঞান, টেকনোলজি বা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল, আর্ট বা চারুকলা এবং ম্যাথমেটিকস বা গণিত- এ পাঁচটি বিষয়ের সমন্বয়ে গঠিত হয়েছে স্টিম শিক্ষা। ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্পবিপ্লব সূচিত হয়েছে অতি সাম্প্রতিককালে। মানুষ যখন ইন্টারনেটের ব্যবহার মোটামুটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে, নেট দুনিয়ায় তারা দক্ষভাবে নেতৃত্ব দিতে শুরু করেছে এবং সবার হাতে হাতে স্মার্টফোনের ব্যবহার সহজলভ্য হয়েছে, তখনই এ বিপ্লব সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ক্লাউস শোয়াব বলেন, 'স্মার্টফোনের মাধ্যমে সারাবিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের পরিবর্তন, ইন্টারনেট অব থিংস, যন্ত্রপাতি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, রোবটিকস, জৈবপ্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো চতুর্থ শিল্পবিপ্লবের সূচনা করেছে।'