বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে টালবাহানা কেন?
সোয়া বছর হতে চলল বিশ্ববিদ্যালয় বন্ধ, স্কুল-কলেজ বন্ধ। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের মুনাফা অর্জনের গতিশীলতা ধরে রাখতে নামকাওয়াস্তের অনলাইন ক্লাস নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি করছে।
কারণ, এসব বিশ্ববিদ্যালয় এক সেমিস্টার শেষ করে আরেক সেমিস্টারে নতুন শিক্ষার্থী ভর্তি করতে না পারলে মুনাফা অর্জন করবে কীভাবে? সে কারণে লেখাপড়া বা ক্লাস যেভাবেই হোক না কেন, শিক্ষার্থীদের পাস করিয়ে তাদের আরেক সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করে এরা মুনাফা অর্জন অব্যাহত রাখছে।