'লকডাউন' উদাহরণসহ বুঝতে চাই
লকডাউন কাকে বলে, কিভাবে তা প্রয়োগ করতে হয়, জানতে এবার সত্যি সত্যি সরকারের বিভিন্ন দপ্তরের কর্তাদের মনে হয় বিদেশ পাঠানোর প্রয়োজন পড়েছে। পুকুর খনন করা শিখতে বা আজগুবি আরো অনেক কারণে তাদের বিদেশ যাওয়া নিয়ে জনগণের মধ্যে হাস্যরস ছড়িয়ে পড়েছিল। ব্যঙ্গ কৌতুক কম হয়নি। বাতিল হয়েছে সেইসব যাত্রা। এবার জনগণ নিজেরাই জোর করে কর্তাদের উড়োজাহাজে তুলে দেবে। সরকার না চাইলেও নিজেরাই হয়তো চাঁদা তুলে খরচের ব্যবস্থা করবে। কারণ করোনার এক বছর পেরিয়ে যাওয়ার পরেও লকডাউনের প্রকৃতচিত্র থেকে জনগণ শুধু বঞ্চিতই হচ্ছে। প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ জীবন দিয়ে মোকাবিলা করেও খাঁটি লকডাউন দেখার সাধ মিটলো না ।