করোনাভাইরাস সঙ্কটের মধ্যে আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতে বরাদ্দ ১৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয় আসন্ন ২০২১-২২ অর্থবছরের এডিপির জন্য যে খাতওয়ারি প্রস্তাব তৈরি করেছে, তাতে স্বাস্থ্যখাতে প্রায় ১৭ হাজার ৩০২ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে।
চলতি অর্থবছরের মূল এডিপিতে এই খাতে বরাদ্দ ছিল ১৩ হাজার ৩২ কোটি টাকা। পরে সংশোধনে তা বেড়ে ১৪ হাজার ৯২১ কোটি টাকা করা হয়।