কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক দিনে মৃত্যু শতাধিক

কালের কণ্ঠ সম্পাদকীয় প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ১০:১১

দেশে প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী কয়েক দিন এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ রোগী যত বাড়ে, দুই সপ্তাহ পর থেকে মৃত্যুও সেই অনুপাতে বাড়ে। কয়েক সপ্তাহ আগে থেকে হাসপাতালে রোগীর ভিড় অত্যধিক বেড়ে গেছে। মাত্র ১৬ দিনে রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। আইসিইউ শয্যা তো দূরের কথা, অনেক হাসপাতালে সাধারণ শয্যাও খালি নেই। বেসরকারি হাসপাতালেও একই অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বিধি-নিষেধের কারণে সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুটা কমেছে এবং ২২-২৩ শতাংশের কাছাকাছি স্থির হয়েছে। এখন লকডাউন ও অন্যান্য ব্যবস্থার পাশাপাশি মানুষের সচেতনতা যদি কিছুটা বাড়ে, তাহলে সংক্রমণের হার নিচে নামতে পারে। কিন্তু বাস্তবতা আমাদের ভিন্ন কথাই বলে। লকডাউনের আগে দলে দলে মানুষ ঢাকা ছেড়েছে। যাওয়ার পথে ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হয়নি। লকডাউনের পর একইভাবে তারা ফিরে আসবে। লকডাউনে মানুষ বড় রাস্তায় না গেলে গলিপথে ভিড় করেছে। আড্ডা জমিয়েছে। সন্ধ্যার আগে ইফতার কেনায় জটলা তৈরি হয়েছে। হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া নিষিদ্ধ হলেও পর্দা টানিয়ে ভেতরে বসে খেতে দেখা গেছে। জরুরি চলাচলের সুযোগ রাখা হয়েছিল, কিন্তু প্রায় বিনা প্রয়োজনে বহু মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে। এ রকম হলে সংক্রমণ কমবে কিভাবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও