করোনাকালে বৈশাখের অর্থনীতি
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন সর্বজনীন বাঙালির উৎসব, এই উৎসবের অতীত ইতিহাস থেকে দেখা যায় যে অর্থনৈতিক কারণ ঘিরেই বর্তমান বাংলা নববর্ষের সূচনা হয়েছে। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে সম্রাট আকবর এর চালু করা বাংলা ক্যালেন্ডার বা বর্ষ পঞ্জিকা অনুযায়ী চলমান বাংলা মাসের গণনা হয়ে থাকে। আর সম্রাট আকবর এই নতুন ক্যালেন্ডারের সূচনা করেছিলেন সেই সময়ে কর আদায়ের হিসাব-নিকাশকে সহজ করার জন্য।