বাংলার সর্বজনীন উৎসব
স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশের সংস্কৃতিতে যে উৎসবটা সর্বজনীনতা পেয়েছে তা হলো পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ। যদিও মুঘল আমল থেকে শুরু করে জমিদারি শাসনামল পর্যন্ত দেশীয় ভূ-স্বামীদের সাধারণ কৃষকের ওপরে করা শোষণ ও নিপীড়নের চিহ্ন ইতিহাস এখনো বহন করে চলেছে, তবু বর্তমান সময়ে এসে ধর্ম-বর্ণ-নির্বিশেষে পহেলা বৈশাখ সত্যিকার অর্থে উৎসবের দিন হয়ে উঠেছে সেটাই যা স্বস্তির।