‘প্রাচীন রজনী নাশো নূতন উষালোকে’
বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব সম্ভবত বাংলা নববর্ষ—পহেলা বৈশাখ। নাগরিক জীবনে আমরা এই উৎসবের উত্তাপ থেকে অনেক দিন দূরে ছিলাম। কিন্তু বাঙালির আত্মপরিচয়ের অভিযাত্রা যখন থেকে এ দেশে বেগবান হয়েছে, তখন থেকেই আমরা দৃষ্টি ফেরাতে আরম্ভ করি আমাদের লোকায়ত জীবনের দিকে, আমাদের ঐতিহ্যের দিকে। সেই চেতনাই আমাদের স্বাধিকারের আন্দোলনে উদ্বুদ্ধ করে—যে আন্দোলন চূড়ান্ত রূপ নেয় স্বাধীনতাসংগ্রামে। আর বাঙালির এই দীর্ঘ পথপরিক্রমার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতির পিতা।
- ট্যাগ:
- মতামত
- অসাম্প্রদায়িকতা
- পহেলা বৈশাখ-১৪২৮