ঘরে বসে করোনার মৃদু ও মাঝারি মাত্রার সংক্রমণের চিকিৎসা

চ্যানেল আই প্রকাশিত: ০২ এপ্রিল ২০২১, ১৬:০৪

দেশে বেড়ে গেছে করোনার প্রাদুর্ভাব। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের হার। হাসপাতালে প্রচণ্ড ভিড়। খালি নেই আইসিইউ বেড। এই অবস্থায় ঘরে বসে প্রাথমিক চিকিৎসা সারা প্রয়োজন হয়ে পড়তে পারে। করোনা মূলত সংক্রমণের মাত্রার ওপর নির্ভর করে। যেমন  মৃদু (Mild), মাঝারী (Moderate), তীব্র (Severe) ও সংকটাপন্ন ( Critical) হয়ে থাকে।


এ চার ভাগে ভাগ করে করোনার উপসর্গ ভিত্তিক চিকিৎসা করানো যেতে পারে। এর মধ্যে মৃদু থেকে মাঝারি  মাত্রার রোগীদের বাসায় চিকিৎসা দেয়া যায়।এক্ষেত্রে রোগের মাত্রা বুঝার জন্য বাসায় রোগীর জ্বর ও অক্সিজেনের মাত্রা মাপার  জন্য  একটি থার্মোমিটার ও একটি পোর্টেবল পালস অক্সিমিটার নিজ সংগ্রহে রাখা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও